সিলেট সদর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের মধ্যে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে উপজেলার টুকের বাজাট পয়েন্টে দরিদ্র, অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের মধ্যে এ ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, জেলা পরিষদ ১নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহনুর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগ নেতা লাল মিয়া, আবু বক্কর পারভেজ, জেলা ছাত্রলীগের সাবেক গণযোগাযোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক রেজাউল রহমান মোস্তাক, সিলেট জেলা যুবলীগ নেতা শাহজাহান কবির, আনসার উদ্দিন, রাইছুল হক, আমিনুর রশিদ, নিজাম উদ্দীন, কুতুব উদ্দিন, তাজির আলী, নুরুল আমীন খুকু, কাশেম। জেলা তাঁতী লীগ নেতা আব্দুল কাহের।
এ সময় শাহ খুররম ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি সাদিকুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল আমীন শাওন, সালমান, আহমদ,সাহেদ আহমদ, মকসুদুর রহমান নয়ন, ফুয়াদ হুসেন জয়, সুলতান আহমদ সাকীল, তানভীর আহমদ, ফারদিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।