সিলেট ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে ১৭ নং ওয়ার্ডের সুবিধা বঞ্চিত ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বিকেল ৩টায় ওয়ার্ডের কাজীটুলাস্থ এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম সৌমিক।
খাদ্য সামগ্রী বিতরণকালে শাহিদুল ইসলাম সৌমিক বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্যে”। তাই আমাদের সকলেরই উচিত নিজ নিজ সামর্থ অনুযায়ী সমাজের অসহায় মানুষের সাহায্য করা। আজ সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।’
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মকবুল হোসাইন, আবির আল আজাদ মুন্না, সারওয়ার আহমেদ সাইফ, জাকির আহমেদ, তাসনিম জিহান, নাহিয়ান আহমেদ তমাল, ফেরদৌস খান হিমেল, গাজী রাতুল প্রমুখ।