পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যের আহবানে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে ১০ দিনব্যাপী ইফতার সামগ্রী ও সেহেরি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) সোমবার নগরীর টিলাগড় পয়েন্ট এলাকায় ইফতার বিতরণ ও সেহেরি কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ।

এছাড়া উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক যুগ্ম-সম্পাদক দবির আহমদ, সিলেট মহানগর যুবলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সুবেদুর রহমান মুন্না সহ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।