ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন ও এর আশপাশের এলাকায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরি বিতরণ করেছেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।
বুধবার দিবাগত রাতে (২৩ তম রমজান) সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের নেতৃত্বে শতাধিক ছিন্নমূলের মাঝে সেহরিতে খাবার বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান, মাহমুদুল হাসান রাকিব, আব্দুল্লাহ বিন আলতাব আশিক সহ ছাত্রলীগ নেতা লুৎফুর রহমান ভূঁইয়া বাবু, সাইফুর রহমান ইনান, সাদেক ভূঁইয়া, আতিকুর রহমান ও আরিফুর রহমান অপূর্ব সহ আরো অনেকে।