সোমবার ৯ই মে পবিত্র রমজানের ২৬তম দিনে ধারাবাহিকতায় শাহজাদপুর উপজেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং অসহায়-দুঃস্থ, রিকশা-ট্রাক শ্রমিক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ নেতা সীমান্ত লোদী।
বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় এর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সক্রিয় কর্মী ও শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক “সীমান্ত লোদী” তার নিজ এলাকা সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ইফতার বিতরণ করে।
এ সময় সীমান্ত জানান “করোনার এ সংকটে অনেক মানুষ বিপাকে পড়েছেন। পবিত্র রমজানে এসব অসহায়-দুঃস্থ, রিকশা-ট্রাক শ্রমিক ও পথচারীদের মাঝে মাস্ক, ইফতার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের এ কার্যক্রম প্রথম রোজা থেকে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে।” এ সময় আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নয়ন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব, ছাত্রলীগ নেতা রনি, হিমেল, ফাহাদ সহ আরও অনেকে।