শরিয়তপুরের নড়িয়া উপজেলায় গরিব ও মধ্যম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে নড়িয়া উপজেলা ছাত্রলীগ।

বাংলাদেশ সরকারের পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম এমপির নির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করেছেন নড়িয়া উপজেলা ছাত্রলীগ।

দেশের বিভিন্ন সময়ে ক্লান্তিকালে ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের পাশে কাজ করে যাচ্ছে। কৃষকের ধান কেটে দেয়াসহ বিভিন্ন মানব সেবায় নড়িয়া উপজেলা ছাত্রলীগ কাজ করে আসছেন।

তারা জানান, নড়িয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লবের তত্বাবধানে এই কার্যক্রম মাস ব্যাপী চলবে। এ সময় নড়িয়া সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক ইমরান খালাসী, যুগ্ম-আহবায়ক আল আমীন বেপারী, যুগ্ম-আহবায়ক নির্জন, পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক বেলায়েত বেপারী, হিমেল সরদার, দ্বীন মোহাম্মদ, আরিফ ফরাজি, মোঃ সৌরফ নয়ন সিকদার সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।