লক্ষ্মীপুরে করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রাকিবের (৩০) লাশ দাফন করেছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকায় মারা যাওয়া রাকিবের লাশ লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহনে এসে পৌছালে খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি আছে জেনেও লাশ দাফনের কাজে এগিয়ে আসেন।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিপিই পরে তার গোসল থেকে শুরু করে জানাজা সম্পন্ন করেন। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ব্যবহৃত পিপিই আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেন।
ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, করোনাভাইরাসে কারও মৃত্যু হলে তাদের জানাজা ও দাফন কেউ না করলে, আমরা করবো বলে ঘোষণা দিয়েছিলাম। এরপর থেকে আমরা তাদের জানাজা ও দাফনে প্রস্তুত থাকি। এ পর্যন্ত আমরা করোনা আক্রান্ত মৃত ৯ জন ব্যক্তির লাশ দাফন করেছি। নিজেদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তারা।