দেশে করোনা পরিস্থিতি ও চলমান লকডাউনের কারণে গতবারের মতো এবারও ধান কাটা কর্মসূচি পালন করছে রাঙামাটি ছাত্রলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাঙামাটি জেলার অন্তর্গত লংগদু সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অসহায় কৃষক মোঃ নজরুল ইসলামের ১ বিঘা জমির ধান কেটে সহায়তার হাত বাড়িয়ে দিলেন লংগদু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ বিষয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারীতে যখন দেশব্যাপী শ্রমিক সংকট, যখন অসহায় কৃষকের জমির ধান কাটার মতো লোকবল এবং অর্থনৈতিক অভাব, তখন রাঙামাটি জেলা ছাত্রলীগের নির্দেশে সহায়তার হাত বাড়িয়ে ধান কেটে সহায়তা করলো লংগদু উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। আমরা করোনা মহামারীর প্রথম ঢেউ মোকাবেলায়ও ছিলাম কৃষকদের পাশে এবং এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
কৃষক মোঃ নজরুল ইসলাম বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক পাচ্ছিলাম না। ছাত্রলীগের নেতারা আমার ধান কেটে দিয়ে গেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’