করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে অসহায় ছিন্নমূল মানুষগুলো। সবচেয়ে বেশি বিপাকে পড়ছে রোজাদার ছিন্নমূল, অসহায় মানুষগুলো। এই সংকটকালীন সময়ে ফরিদপুর জেলা ছাত্রলীগ হাতে নিয়েছে একটি ভিন্নধর্মী উদ্যোগ।

মাসব্যাপী রোজাদার ব্যক্তিদের জন্য প্রতিনিয়ত সেহরি এবং ইফতার বিতরণ করে যাচ্ছে ফরিদপুর জেলা ছাত্রলীগ পরিবার।

বুধবার দিবাগত রাতে নবম দিনের মতো ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে সেহরি বিতরণ কার্যক্রম শুরু করে ফরিদপুর জেলা ছাত্রলীগ।

ফরিদপুর শহরের বিভিন্ন অলি গলিতে থাকা ছিন্নমুল রোজাদার ব্যক্তিদের কাছে পৌঁছে দেয় সেহরির খাদ্য সামগ্রী।

এ সময় ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ সহ ফরিদপুর জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।