রাজশাহীতে দুই শতাধিক পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ছাত্রলীগ।
শুক্রবার (৩০ এপ্রিল) নগরীর লক্ষীপুর মোড়ে রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা সাগরের উদ্যোগে দুই শতাধিক পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুজ্জামান রফিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল বারি ইবনে জামান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাজশাহী জেলার সহ সভাপতি ইকবাল রনি, মাহফুজুর ইসলাম নাহিদ, প্রচার সম্পাদক আশিক, ছাত্রলীগ নেত্রী মাহফুজা হোসেন মিস্টি সহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ নেতা সাগর বলেন, ‘করোনা কালীন সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক এই কর্মসূচি রাজশাহী জেলার প্রতি উপজেলায় ধারাবাহিকভাবে চলবে। সার্বিক দিকনির্দেশনার জন্য রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’