পবিত্র মাহে রমজানের ৮ম রাতেও প্রতিদিনের মতো ছিন্নমূল এবং অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করেছে রমনা থানা ছাত্রলীগ।

মঙ্গলবার দিবাগত রাতে রমনা থানা ছাত্রলীগ নেতা মোঃ আশরাফুল ইসলামের পক্ষ থেকে রাজধানীতে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।

মোঃ আশরাফুল ইসলাম বলেন, ‘করোনা সংকট মোকাবেলায় সম্প্রতি দেয়া লকডাউনে অসহায়, দুঃস্থ ও ফুটপাতে বেঁচে থাকা মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তারা যাতে রমজানে সেহরি খেয়ে রোজা রাখতে পারে সেজন্যই রমনা থানা ছাত্রলীগের উদ্যোগে সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের মাঝে সেহরি বিতরণ করা হচ্ছে।’

তিনি আরো জানান, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় তারা নিজে আগ্রহী হয়ে ব্যক্তিগত উদ্যোগে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।’