পবিত্র রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।

সোমবার (২৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

এ সময় ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক জানান, ‘বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে রমজান মাসব্যাপী ঢাকায় অবস্থানরত শিক্ষার্থী এবং অসহায়-দুঃস্থ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে প্রতিদিন ইফতার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। করোনা সংকট চলাকালীন রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ধর্ম সম্পাদক তুহিন রেজা জানান, ‘বাংলাদেশ ছাত্রলীগের রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৩ তম দিনের মতো অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। রমজান মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম চলমান থাকবে।’

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, উপ-সমাজসেবা সম্পাদক শেখ সাঈদ আনোয়ার সিজার, সহ-সম্পাদক রিপন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।