প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্রলীগ এবং যশোর ৬ আসনের এমপি শাহীন চাকলাদের নির্দেশনা ও যশোর জেলা ছাত্রলীগের সার্বিক তত্ত্বাবধানে যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের এক কৃষকের জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ইউনিয়নের বিনিময়পাড়ার কৃষক মো.মমিনুলের ৮ শতাংশ জমির ধান কেটে দেন।
কৃষক মমিনুল বলেন, লকডাউন এ ক্রান্তিলগ্ন তিনি ইউনিয়ন ছাত্রলীগের কাছে কৃতজ্ঞ।
বসুন্দিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু মুসা বলেন, ‘অসহায় কৃষকের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তার অংশ হিসাবে আজকে আমাদের এ কার্যক্রম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রেই কৃষকের পাশে দাঁড়াতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন। বস্তুত সেই নির্দেশনায় অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছি।’
এই ধান কাটায় অংশ নেওয়াদের মধ্যে রয়েছেন ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাহাদ সর্দার, হিমেল হোসেন, সাকিব খান, আলম হোসেন, সাজু আহমেদ, শুভ, ইমামুল, সাকিব, ইফতিসহ নেতৃবৃন্দ।