টানা লকডাউনে কর্মহীন,অস্বচ্ছল,গরীব এবং নিম্ন আয়ের মানুষেরা অসহায় জীবন যাপন করছে।দেশের এই অসময়ে তাদের পাশে এসে দাড়াচ্ছেন উদারচিত্তের এবং মহানুভব বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ।
মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৈয়দ শরিফুল আলম মাহিন তাদেরই একজন।
আর্থিকভাবে সহায়তার পাশাপাশি রাজধানীর মুগদা এলাকার অর্ধশত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ইফতারসামগ্রী।

এ প্রসঙ্গে সৈয়দ শরিফুল আলম মাহিন জানান-কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এর অনুসরণেই তিনি তার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে মুগদা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আহমেদ নুছায়ের বলেন, ”করোনাকালীন লকডাউন ও পবিত্র রমজান মাসে বরাবরের মতা মুমেক ছাত্রলীগ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে৷ তারই ফলস্বরূপ আমি ঢাকার বাইরে এবং আমার সভাপতি নিজ ক্যাম্পাসে সাধারণ মানুষকে ইফতার সরবরাহ করে যাচ্ছি। সামর্থ্যনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।”

উল্লেখ্য,কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রথম রমজান থেকেই প্রতিদিন অসহায়,দুঃখ মানুষদের ইফতার এবং সেহরী বিতরন কর্মসূচি অব্যাহত রয়েছে।