ভরপুর পূর্ণিমা ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ইতোমধ্যে সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় পড়তে শুরু করেছে। সোনাইছড়ি, কুমিরা, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড, সৈয়দপুর ইউনিয়নসহ সীতাকুণ্ডের অধিকাংশ এলাকায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়েছে। ক্ষতির মুখে পড়তে যাচ্ছে মৌসুমি ফসল, ঘেরের মাছ, গবাদিপশুসহ উপকূলের বহু ঘর বাড়ি। সীতাকুণ্ডের ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সংলগ্ন বেড়িবাঁধ ভাঙা হওয়ায় জোয়ারের পানিতে আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এরই মাঝে ওই এলাকার ভাঙা বেড়িবাঁধ সংস্কারে এগিয়ে এসেছে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

বুধবার (২৬ মে) সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের তত্ত্ববধায়নে ও সোনাইছড়ি ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহযোগিতায় বেড়িবাঁধের ১ কিলোমিটার ভাঙা অংশ সংস্কার করেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা বেড়িবাঁধের ছেড়া জিওব্যাগ পুনঃস্থাপন করে ভাঙা অংশের সংস্কার করেন।

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী বলেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হানলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে উপকূলে। তাই আঘাতের আগেই ভাঙা বেড়িবাঁধ সংস্কার জরুরী দেখে বিষয়টি ওয়ার্ড ছাত্রলীগের আমাদের জানায়। তাৎক্ষণিক নেতাকর্মীদের নিয়ে সংস্কারে নেমে পড়ি। দূর্যোগে-দুর্দিনে ছাত্রলীগে আছে জনগণের পাশে এবং থাকবে।’