চলছে মুজিববর্ষ কিন্তু করোনা মহামারীর কারণে জনজীবন অনেকটাই স্থবির হয়ে আছে। কর্মহীন, বেকার ও অসহায়ভাবে জীবনযাপন করছেন দেশের অনেক মানুষ। তবে এ দুঃসময়ে আওয়ামী লীগের সভাপতি ও দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন নেতাকর্মী।

আর করোনা মহামারীর ঠিক সে সময়েই প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উপহার নিয়ে অসহায়দের পাশে দাঁড়ালেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের কর্মী রিয়াজ উদ্দিন আহমেদ সম্রাট।

মঙ্গলবার (১১ মে) দুপুরে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদরের প্রায় অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে তিনি ঈদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই ও দুধ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সামর্থ্য অনুযায়ী সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এ কর্মী নিউজ ভিশনকে বলেন, ‘এবার ঈদ আসলেও নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মাঝে যেন নেই উৎসবের আমেজ। তাদের মুখে হাসি নেই। ঈদের আনন্দ ভাগাভাগি করা ও তাদের মুখে হাসি ফোটাতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নির্দেশে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাঁশে থাকার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং বঙ্গবন্ধুর আদর্শিক কর্মী। তাই আমি মনে করি সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। সেইজন্য ঈদে নতুন কাপড় কেনার টাকা দিয়ে মানুষের পাশে ঈদ উপহার নিয়ে দাঁড়ানোর চিন্তা করি। আর এতে আমার পরিবার আমাকে পুরোপুরি সহযোগিতা করেছে।’

করোনা মহামারীর মধ্যে সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের সহায়তায় এগিয়ে আসায় ছাত্রলীগ কর্মী সম্রাট এলাকাবাসীর কাছে বেশ প্রশংসিতও হচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এসব খাদ্য সামগ্রী অসহায়দের কাছে পৌঁছে দিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্র লীগের নেতাকর্মীরা তার সঙ্গে সহযোগিতা করেন।