মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় রাজশাহী সিটি  কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে পথচারী দের মাঝে মাহে রমজান মাসে সারা মাসব্যাপী ইফতার বিতরণ করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজের তত্বাবধানে রাজশাহী মহানগরের রেলগেট ও ভদ্রা অঞ্চলে ইফতার বিতরণ করা হয়।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, মহানগর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রনি, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব সহ মহানগর ছাত্রলীগের ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাসিক মেয়র খায়রুজ্জামান লিটনের নির্দেশনায় মাসব্যাপী রাজশাহীর গুরুত্বপূর্ণ ৫০ টির অধিক পয়েন্টে পর্যায়ক্রমে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।