‘বিশ্ব পরিবেশ দিবস হতে শুরু হোক পরিবেশ রক্ষার নতুন অভিযান’ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ অনুযায়ী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রংপুর জেলা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
শনিবার (৫ জুন) রংপুর নগরীর ধাপ স্টাফ কোয়াটার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে রংপুর জেলা ছাত্রলীগের এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সাংগঠনিক সম্পাদক আবু হোসেন মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, সাংস্কৃতিক সম্পাদক অভিনাশ কুমার রায়, প্রচার সম্পাদক মোকতার এলাহি মুরাদ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব, ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান অভি, অমিত, মাহফুজার রহমান রাকিব, লিয়ন, নয়ন ইসলাম প্রমুখ।