সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গণসচেতনতামূলক প্রচারণা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ।

সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার ও গণসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ধুপ্যাচর ও দীঘলছড়ি সংলগ্ন এলাকায় মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

এ সময় উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো মিজানুর রহমান, বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মো পারভেজ আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রশ্মি চাকমা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রহর কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব অংশে প্রু মার্মা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি উষামং মার্মা, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইসহাক, বিলাইছড়ি উপজেলা ছাত্রলীগ ও সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।