চলমান বৈশ্বিক করোনা মহামারীর মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে ডায়রিয়া/কলেরা ব্যাপক আকার ধারণ করায়, বাংলাদেশ ছাত্রলীগের চিকিৎসা সহযোগিতা ও চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অংশ হিসেবে আজকে তৃতীয় দিনে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিনিধি টিম বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় কার্যক্রমে অংশ নেন।
আজকে সকাল থেকেই ছাত্রলীগের প্রতিনিধি টিম বিভিন্ন জেলার ডায়রিয়া/কলেরা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন এবং আইভি স্যালাইন,ওরস্যালাইন, মাস্ক,করোনা মোকাবিলায় সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। আজকে কেন্দ্রীয় প্রতিনিধি টিম বাকেরগঞ্জ,মির্জাগঞ্জ, গলাচিপা, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিভিন্নভাবে সহযোগীতা প্রদান করেন। এবিষয়ে টিমগুলোর সার্বিক তত্ত্বাবধায়কের দায়িত্বে থাকা বাংলাদেশ ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইমরান জমাদ্দার বলেন,”প্রতিটি মানবিক সঙ্কটে বাংলাদেশ ছাত্রলীগ সবার আগে এগিয়ে আসে।গত তিন দিনে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি টিম অক্লান্ত পরিশ্রম করেছে,টানা ভ্রমনে কেউ কেউ অসুস্থ ও হয়ে পড়েছ।তবুও আমরা থেমে থাকিনি।
গত তিন দিনে আমরা বরিশাল বিভাগের প্রতিটি জেলার বিভিন্ন এলাকায় মোট ৩,০০০ আইভি স্যালাইন, ৮,০০০ ওরস্যালাইন,ওষুধ, ৬,০০০ মাস্ক, এবং প্রচার পত্র বিতরন করেছি।একই সাথে আমাদের ছয়টি মেডিকেল টিমে ৫৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারদের সাথে কাজ করেছে। এই কর্মসূচীতে ছাত্রলীগের কেন্দ্রীয় প্রতিনিধি দলে আছেন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আলম,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মাদ জিতু,স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক উপ-সম্পাদক ডা.শাহজালাল,ডা.রিজভান আহমেদ,সহ-সম্পাদক রাশেদ ফেরদৌস আকাশ,সদস্য ডা.রাকিব বিন আলমগীর।