খুলনার বটিয়াঘাটায় শ্রমিক সংকটে পড়া কৃষক ইউনুছ শেখের ধান কেটে দিয়েছে ছাত্রলীগ।

বুধবার (৫ মে) জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ এর উদ্যোগে বটিয়াঘাটার জলমা ইউনিয়নের গরীব কৃষক ইউনুছ শেখের ১ বিঘা জমির ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা বিশ্বজিৎ কুমার মন্ডল, রুবেল ইসলাম আকাশ, সবুজ আলম, সুমন মন্ডল, আব্দুল খালেক স্বাধীন, জাহিদ ইমরান, আসিফ মল্লিক, আরিফ খান, অরন্ন সৌরভ, নাইমুর রহমান, সোম্যদ্বীপ মন্ডল সুমন, তুর্য ঘোষ, রাশেদুজ্জামান রাশেদ, তন্ময়, মামুন, হামজা, অনুভব প্রমুখ।