চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের প্রয়াত সদস্য নাসিম আহমেদ সোহেল’র পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার (১৮ই মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সংগঠক নাঈম আশরাফ অভির মাধ্যমে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

বাংলাদেশ ছাত্রলীগ সাধ্যমতো সোহেলের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯শে মার্চ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রনেতা নাসিম আহমেদ সোহেল প্রতিপক্ষের হামলায় মারাত্মকভাবে আহত হয় এবং পথে মারা যায়। প্রয়াত সোহেলের বাবা এবং অসুস্থ মায়ে’র পাশে থেকে এই ঘৃণ্য বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক।