রাজধানী ঢাকার কড়াইল বস্তির সেই অসহায় বৃদ্ধা উজ্জলার পাশে সহায়তার হাত বাড়িয়েছে ছাত্রলীগ।
সম্প্রতি তার অসহায়ত্বের ভিডিও প্রতিবেদন দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়। বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টিগোচরে এলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা সহায়তার হাত বাড়িয়ে দেন।
জানা যায়, নাম প্রকাশ না করার শর্তে এক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতার তত্বাবধানে তিতুমীর কলেজ ছাত্রলীগের এক ছাত্রলীগ কর্মী ও বনানী থানা ছাত্রলীগের মাধ্যেম অসহায় বৃদ্ধা উজ্জলার নাম ঠিকানা সংগ্রহ করে উজ্জলার কাছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর অংশ হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ২ কেজি লবণ, ১ ডজন ডিম, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা, ২ কেজি চিড়া, ৩ কেজি পেঁয়াজ, ২ কেজি আটা ও ২ টি লাইফবয় সাবান পৌছে দেন।
এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে সামাজিক নিরাপত্তা বিধানে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে তাদের জন্য সরকারের বয়স্ক ভাতায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে চেষ্টা করা হচ্ছে এবং এই দম্পতি নিজেদের গ্রামের বাড়িতে বসবাস করার ইচ্ছা পোষণ করলে স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহ প্রদানের ব্যবস্থা করার বিষয়েও চেষ্টা করা হবে বলে জানান।
জানা গেছে, গ্রামে উজ্জলার কোন ঘর নেই। উজ্জলার স্বামী আগে রিকশা চালাতেন, এখন ভাঙারি বিক্রি করেন। কিন্তু চলমান লকডাউনে উজ্জলার স্বামীর কোন কাজ নেই। কিভাবে সংসার চালাবেন তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। এদিকে একমাত্র মেয়ের বিয়ে দেওয়ায় এবং অল্প বয়সে ছেলে মারা যাওয়ায় বৃদ্ধ দম্পতির সংসারের হাল ধরার কেউ ছিল না। এমতাবস্থায়, কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতা অসহায় বৃদ্ধার ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা পৌছে দেন।
নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা বলেন, ‘করোনা ভাইরাস রোধে ঘোষিত চলমান লকডাউনে অসহায় ও কর্মহীন মানুষেরা অনেক কষ্টে জীবন যাপন করছে৷ তেমনি কিছুদিন আগে রাজধানীর কড়াইল বস্তির এক অসহায় বৃদ্ধার ভিডিও দেখে সিদ্ধান্ত নেই নিজের সাধ্যমতো সহায়তা করার। তিতুমীর কলেজ ছাত্রলীগের এক ছাত্রলীগ কর্মী ও বনানী থানা ছাত্রলীগের মাধ্যমে অসহায় বৃদ্ধার নাম ঠিকানা সংগ্রহ করে নিজের সাধ্যমতো খাদ্য সহায়তা পৌছে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘বিদ্যমান করোনা সংকটে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অক্লান্ত পরিশ্রম ও নির্দেশনায় সারাদেশে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান মাসে প্রতিদিন অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার, সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। করোনা সংকটে সারাদেশে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। যতদিন করোনা সংকট চলবে, ততদিন ছাত্রলীগের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’