রংপুরের পীরগঞ্জে হিন্দু জেলে পল্লীতে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে রংপুর মহানগর ছাত্রলীগ। রোববার দিবাগত রাতে (১৮ অক্টোবর) প্রতিবাদ মিছিল বের করে রংপুর মহানগর ছাত্রলীগ।
এর আগে রোববার রাতে (১৭ অক্টোবর) পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের করিমগঞ্জ কসবা এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ রোববার দিবাগত রাতে (১৮ অক্টোবর) প্রতিবাদ মিছিলের লাইভ ভিডিও ফেইসবুকে প্রচার করেন।
সূত্র জানায়, ছাত্রলীগ শুধু প্রতিবাদ মিছিল করেই থেমে থাকেনি। সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছে ও পুলিশ প্রশাসনকে সহায়তা করছে।
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা থেকেই ছাত্রলীগ এগিয়ে এসেছে বলে জানায় স্থানীয় নেতারা।