করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিপাকে পড়েছে খেটে খাওয়া দুস্থ মানুষ। ঠিক এমন পরিস্থিতিতে আগমণ পবিত্র রমজানের। এই পবিত্র মাসে খেটে খাওয়া অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করেছেন ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতা ফারদিন খান সৌমিক।
খেটে খাওয়া অসহায় মানুষের কথা চিন্তা করেই এমন উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগের এই নেতা। নিজ উপজেলা ঢাকার ধামরাই থানা এলাকায় দিনমজুর হতদরিদ্র মানুষের মাঝে এই ইফতার বিতরণ করছেন তিনি।
মঙ্গলবার পথে পথে হেঁটে প্রায় ২০০ লোকের মধ্যে ইফতার বিতরণ করেন তিনি।
ধামরাই উপজেলা ছাত্রলীগের নেতা ফারদিন খান সৌমিক জানান, করোনা ভাইরাসের কারণে লকডাউন হওয়ায় অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। ফলে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও দরিদ্র মানুষের একটি বিশাল অংশ ইফতারের সময়ে চরম অসুবিধার সম্মুখীন হন। ভালোবাসা থেকেই মানুষদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি।