পথচারী ও দুস্থদের মাঝে সেহরি বিতরণ করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ।

শনিবার দিবাগত রাতে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিলনের নেতৃত্বে কলেজের ক্যাম্পাসের সামনে, ভিক্টোরিয়া পার্ক, সদরঘাট, রায়সাহেব বাজার এলাকায় পথচারী, রিকশাচালক, অসহায় ও দুস্থদের মাঝে সেহরি বিতরণ করেন।

এ সময় মেহেদী হাসান মিলন বলেন ‘করোনার প্রথম ঢেউয়ের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে, সে সময় বাংলাদেশ ছাত্রলীগ মানুষের মাঝে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নিদের্শনায় এবারও পবিত্র রমজানে পথচারী ও দুস্থদের মাঝে সেহরি বিতরণ করা হয়েছে।’

মানুষের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও তাদের কাজ অব্যাহত রাখবে বলে জানান এই নেতা।