পাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের উদ্যোগে পবিত্র রমজান মাসের ৯ম রোজা ২২ এপ্রিল বৃহস্পতিবার স্বাস্থবিধি মেনে ইফতার মাহফিল ও বিতরণের আয়োজন করা হয়।
পৌর ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. রমজান ইসলাম সোহান এর সার্বিক পৃষ্ঠপোষকতায় ১৪ নং ওয়ার্ডে ১৫০ প্যাকেট পৌর এলাকার বিভিন্ন স্থানে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, শাহনেয়ামতুল্লাহ কলেজ ছাত্রলীগের সভাপতি রহিম বিস্বাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রমজান ইসলাম সোহান জানান, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-অর্থ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম আতিক ভাই এর সার্বিক দিক নির্দেশনায় পবিত্র মাহে রমজানে ইফতার কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরো জানান, জাতির পিতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে মানুষের কল্যাণে ছাত্রলীগের প্রতিটি সদস্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সেই লক্ষ্যে পৌর ছাত্রলীগ সবসময় মানবসেবা ধর্ম মেনে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিচ্ছে।