আগামী এক বছরের জন্য নাটোর জেলা শাখা ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে ।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাটোর শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে ফরহাদ বিন আজিজ সভাপতি এবং মো: শরিফুল ইসলাম শাহিন সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া সহ-সভাপতি পদে ২০ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।