কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় নরসিংদীতে অসহায়, পথচারী ও খেটে-খাওয়া মানুষের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে ছাত্রলীগ।

মঙ্গলবার (১৩ জুলাই) নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা মোঃ তাসফিকুল মিয়াদ শুভ এবং জাহিদ হাসানের উদ্যোগে অসহায়, পথচারী ও খেটে-খাওয়া মানুষের মাঝে ভয়ানক সংক্রামক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক বিতরণ করা হয় এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা আতিক, মিনহাজ, জনির, আলিফ, রিয়াদ, রাকিব এবং নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।