নওগাঁর ধামইরহাটে পৌর ছাত্রলীগের উদ্যোগে ৪শত ৫০জন রোজাদার এতিম মাদরাসা ছাত্র ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) ধামইরহাটে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীলের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বিকেল থেকে উপজেলার পৌর এলাকার ২টি মাদরাস ও পথচারীদের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়।

এ সময় পৌর আওয়ামীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. মুক্তাদিরুল হক মুক্তা, পৌর কাউন্সিলর মাহবুব আলম বাপ্পি, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, নুর আলম বাবু, সুকান্ত কুমারসহ উপজেলা ও পৌর ছাত্রলীগ নেতাকর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন।