লকডাউনে শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া এক দরিদ্র বর্গাচাষীর জমির ধান কেটে দিয়েছে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগ।

বুধবার (৫ মে ২০২১) সকালে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধরণ সম্পাদকের নেতৃত্বে প্রায় ৪০ জন নেতাকর্মী নিয়ে নওগাঁ সদরের বোয়ালিয়া ইউনিয়নের দরিদ্র বর্গাচাষী আজিবর প্রমানিকের ধান কেটে ঘরে তুলে দেয়।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত করায় মানুষ বাঁচাতে কঠোর লকডাউনে যায় সরাকার। সব শ্রেণী পেশার মানুষের মত পাকা ধান নিয়ে বিপাকে পরে কৃষক। নওগাঁ সদর উপজেলার দরিদ্র বর্গাচাষী শ্রমিক সংকট ও অর্থাভাবে তার ১ বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না। বিষয়টি নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ বাহাদুর হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম তারেক জানার পর কৃষককে আশ্বস্ত করেন এবং আজ সকালে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক জানান, লকডাউনে শ্রমিক সংকটে পড়া কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান। এর প্রেক্ষিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের দিকনির্দেশনায় ও নওগাঁ জেলা ছাত্রলীগের পরামর্শে আমরা এই অসহায় কৃষকের পাশে দাঁড়াই। আমরা ইতিমধ্যে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রলীগের ইউনিটকে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়ানোর নির্দেশনা প্রদান করেছি, সেই সাথে কোন প্রান্তিক কৃষক যদি শ্রমিক সংকট অথবা টাকার অভাবে তার পাকা ধান কাটা নিয়ে সমস্যায় পড়ে এবং আমাদের সাথে যোগাযোগ করে আমরা সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে আসবো।

ধান কাটা কর্মসূচি নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল জানান, লকডাউনের কারনে শ্রমিকরা এক জেলা হতে অন্য জেলায় যেতে পারছেন না ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ইতিপূর্বেই আমরা ধান কাটা কর্মসূচি শুরু করেছি তারই ধারাবাহিকতায় নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগ আজকে একজন অসহায় কৃষকের ধান কেটে দিয়ে দিয়েছে। একজন অসহায় কৃষকের পাশে দাঁড়ানোর জন্য আমি নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধরণ সম্পাদক সহ উপজেলা ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানায়।

এদিকে ছাত্রলীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের এমন মানবিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখারও আহ্বান জানান অনেকে।

এ সময় নওগাঁ জেলা ছাত্রলীগ, নওগাঁ সদর উপজেলা ছাত্রলীগ ও বোয়ালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।