এক দরিদ্র কৃষকের দুই বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (২১ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের কৃষক চাঁন মিয়ার জমির ধান কেটে দেন তারা।
গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছির মোড়লের নেতৃত্বে ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়। পরে কাটা ধান মাথায় করে বাড়ি পৌঁছে দেন এবং তা মাড়াই করে দেন।
কৃষক চাঁন মিয়া জানান, আমি দরিদ্র মানুষ। আর্থিক সংকটের কারণে আমার জমির পাকা ধান আমি কেটে ঘরে তুলতে পারছিলাম না। এ নিয়ে বেশ দুঃশ্চিন্তায় ছিলাম। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমার খুব উপকার হয়েছে। আল্লাহর কাছে আমি দোয়া করি ছাত্রলীগ যেন এভাবে সবার উপকার করতে পারে।