করোনা মহামারীতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে দেশজুড়ে দুস্থ-অসহায়, সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

তারই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়ার উদ্যোগে বুধবার (২১এপ্রিল) ২য় দিনের মতো হরিপুর উপজেলার প্রাণকেন্দ্র যাদুরাণী বাজারের বিভিন্ন পয়েন্টে দুস্থ অসহায় ও পথশিশুদের মাঝে ইফতার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগ নেতা রয়েল বড়ুয়া জানান, ‘বিদ্যমান করোনা সংকটে চলমান লকডাউনে অনেক মানুষ বিপাকে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান মাসে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছি। পুরো রমজান মাসব্যাপি চলবে ইফতার বিতরণ কার্যক্রম।’