টাঙ্গাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী গরীব অসহায় ও সাধারণ মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ।

সোমবার (২৬ এপ্রিল) বিকালে টাঙ্গাইল শহরের বাসস্টেশন এলাকায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল হাসান জনির নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা শতাধিক গরীব, অসহায়, রোজদার পথচারীদের মাঝে তার নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক রাশেদুল হাসান জনি জানান, ‘জেলার মানুষের যেকোন সংকটে জেলা ছাত্রলীগ পাশে দাঁড়িয়েছে। করোনায় গরীব, অসহায়, রোজদার পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’