গাজীপুরে রোজা রেখে করোনায় শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ।
শনিবার (২৪ এপ্রিল) গাজীপুর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মাজিদুল ইসলাম নাবিলের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে দেন।
মাজিদুল ইসলাম নাবিল বলেন, ‘চলমান লকডাউনে শ্রমিক সংকটে থাকা কৃষক ধান কাটতে পারছিলো না। আমরা খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কৃষকের ধান কেটে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহবানে ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় শ্রমিক সংকটে থাকা কৃষকের ধান কাটা অব্যাহত থাকবে।’
এ সময় ধান কাটা কার্যক্রমে জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।