অসহায় বৃদ্ধ মোঃ তমিজউদ্দিন, দিনাজপুর জেলার মন্মথপুর গ্রামে তার বসবাস, বয়স ৭০। কয়েকবছর যাবত গাজীপুর জেলার মৌচাকে এলাকায় ভিক্ষাবৃত্তি করে সংসার চালান। দুর্ঘটনায় তার বাম পায়ে গুরুতর ব্যথা পান এবং এক পর্যায়ে টাকার অভাবে পা পচে যেতে শুরু করে।

এই করুন অবস্থার কথা শুনে মো: তমিজউদ্দিনের পাশে দাঁড়ান গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা এস এম জোবায়ের হিমেল। তিনি নিজ দায়িত্বে আহত তমিজউদ্দিনকে গাজীপুর সরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিতে চাইলে দেখভালের লোক না থাকায় দিনাজপুর গিয়ে পরিবারের সাথে থেকে চিকিৎসা করাতে চান। জেলা ছাত্রলীগ নেতা হিমেল মাননীয় মন্ত্রী আলহাজ্ব এ্যাড আ ক ম মোজাম্মেল হক মহোদয়ের উপহার স্বরুপ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় গাজীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাকে অর্থনৈতিকভাবে কিছুটা সহযোগিতা করেন এবং পরবর্তীকালে আরো সহযোগিতার আশ্বাস দেন।

এ বিষয়ে হিমেল বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার মানবিক ও ইতিবাচক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে ও সোনার বাংলা গড়তে আমরা গাজীপুর জেলা ছাত্রলীগ অসহায় বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর।’