পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়িতে অসহায়, ছিন্নমূল ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৬ মে) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা মাঠ ও শহরের কয়েকটি এতিমখানায় এই বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের উদ্যোগে খাগড়াছড়ি পৌরসভার মেয়রের অর্থায়নে ২ শতাধিক অসহায়, ছিন্নমূল ও এতিমদের মাঝে ইফতার তুলে দেওয়া হয়।
ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।
এছাড়া প্যানেল মেয়র পরিমল দেবনাথ, জেলা আওয়ামী লীগ সদস্য এডভোকেট নুরুল্লা হিরু, জেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক এমং মারমা, শাহেদ চৌধুরী, সদস্য বিপ্লব সরকার, সুপ্রিয় চাকমা, দীপন চাকমা ও পৌর ছাত্রলীগ নেতা শাহাদাৎ আরিফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।