নোয়াখালীর কোম্পানীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি পক্ষ থেকে ইফতার বিতরণ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা,সরকারি মুজিব কলেজ ও বসুরহাট পৌরসভা ছাত্রলীগ।
মঙ্গবার বিকেল থেকে বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে প্রায় অর্ধ হাজার মানুষের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুর রশিদ মঞ্জু, ফখরুল ইসলাম রাহাত, রামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সালেকিন রিমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ ফরহাদ লিংকন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নুর এ মাওলা রাজু, সাধারণ সম্পাদক মোবারক হোসেন রিয়াদ, সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ রাহিম, চর ফকিরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বদরুল হাসান সম্রাট প্রমুখ।