পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের কৃষক আবুল বাশার তার ২ একর জমির ধান কাটার চিন্তায় ছিলেন। এই অসময়ে কোথায় পাবে শ্রমিক। এমন সময় খোঁজ পেয়ে ছাত্রলীগের কর্মীদের সাথে যোগাযোগ করলে, তারাই ধান কেটে বাড়িতে তুলে দিয়েছেন।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আরিফ আল আমিনের নের্তৃত্বে প্রায় ২০-৩০ নেতাকর্মীরা কৃষক আবুল বাশারের জমির পাকা ধান কেটে দেন। কৃষক আবুল বাশার জানান, প্রায় এক সপ্তাহ আগে তার জমির ধান পেকে যায়। করোনায় শ্রমিক সংকটের কারনে তিনি ধান কাটতে পারছিলেন না। ছাত্রলীগের সাথে যোগাযোগ করলে তারা এসে আমার ধান কেটে দিয়েছেন।

ছাত্রলীগ কর্মীরা জানান, করোনার শুরু থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও জেলা আওয়ামীলীগ সভাপতির নির্দেশে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে পটুয়াখালী জেলা ছাত্রলীগ।

ইতি মধ্যে মাস্ক ও সাবান বিতরন, খাদ্য সহায়তা প্রদান, সচেতনতা মূলক কার্যক্রম, ইফতার বিতরন, ধান কেটে দেয়া সহ নানা কাজ করেছে ছাত্রলীগ যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে।