করোনা কালীন সময়ে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কাটতে পারছেন না অনেক কৃষক। এই অবস্থায় মুকসুদপুর উপজেলার দিশাহারা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘীরপাড় গ্রামের কৃষক আলম শেখের ২০ কাঠা জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দেন তারা।
জানাগেছে বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অংশ হিসাবে মুহম্মদ ফারুক খান এমপির নিদের্শনায় সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের ১ম যুগ্ন-সম্পাদক রিয়াজ আহম্মেদ এর নেতৃত্ব এ ধান কাটা হয়।
এ সময় ধান কাটায় অংশ নেন সাংগঠনিক সম্পাদক সোহান শেখ, ছাত্রলীগ নেতা মনোয়ার শেখ, তরিকুল ইসলাম,স্বাধীন শেখ, হৃদয় শেখ,অশিক শেখ,ইমন মুন্সী সহ অনেকে।
কৃষক আলম শেখ বলেন, ‘দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরা। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ।’
মুকসুদপুর কৃষি অফিসার মো: মনিরুজ্জামান বলেন, এ বছর মুকসুদপুরে বোরো আবাদ হয়েছে ১৩ হাজার ৩১ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বোরো ধানের আবাদ ও ফলন ভাল হয়েছে।