তৃতীয় দফায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সভাপতি রনিদত্ত জয় সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু
লকডাউনে শ্রমিক সংকটে কাটতে না পারায় পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কায় ছিলেন। এমতাবস্থায়, কৃষকের ধান কেটে দিয়ে তাকে চিন্তু মুক্ত করেছে নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শ্রমিক সংকটে কৃষক তার জমির ধান কাটাতে পারছেন না এমতাবস্থায় নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক এর ফেসবুক স্টাটাসদেখে তাদেরকে ফোনদেয় ফোন পেয়ে তৎখনাত ( শনিবার ২ মে) তাহারা ছাত্রলীগের নেতা কর্মী নিয়ে সুটিয়াকাঠী ইউনিয়নের বালিহারি গ্রামের রিপন নামের এক বর্গা চাষির ১১৯ শতক জমির ধান কেটে বাড়ী পৌছে দেয়। নেছারাবাদ ( স্বরুপকাঠী) উপজেলা ছাত্রলীগের সভাপতি রনিদত্ত জয় ও সাধারণ সম্পাদক ইমরান আহম্মেদ ইমু জানান তাহারা জানান তাদের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।