করোনা পরিস্থিতির কারণে কৃষকেরা ধান কাটা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছে। কৃষকদের এই ধান কাটা সংক্রান্ত সকল সমস্যায় তাদের পাশে থাকার ঘোষনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষণা অনুযায়ী কৃষকদের ধান কাটা সংক্রান্ত সকল সমস্যায় কৃষকের পাশে থেকে ধান কেটে ঘরে তুলে দিয়েছে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম ইরফানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২৬ এপ্রিল) নারায়নগঞ্জে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।
এ বিষয়ে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম ইরফান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মতে আবুজর গিফারী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আমি অসহায় মানুষের সকল সমস্যা নিরসনে যথাসাধ্য চেষ্টা করবো।