কিশোরগঞ্জে প্রতিদিন পথচারী, ছিন্নমূল-অসহায় মানুষকে ইফতার দিচ্ছে জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের উদ্যোগে রমজান মাস উপলক্ষে মাসব্যাপী এ ইফতার বিতরণ ও স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়।
ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিদিন বিকেলে জেলা শহরের বিভিন্ন মোড়ে হতদরিদ্র, পথচারী, রিকশাচালকদের মাঝে এ ইফতার বিতরণ করেন।
এরই ধারাবাহিকতায় বুধবার (৫ মে) বিকেলে জেলা শহরের রেলস্টেশন সংলগ্ন স্থানে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমনের নির্দেশে ইফতার বিতরণ করে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে গরীব-দুঃখী, ভাসমান ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে আমরা কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। তাই আমরা ছাত্রলীগের পক্ষ থেকে রমজান মাসজুড়ে অসহায় রোজাদারদের হাতে হাতে ইফতার পৌঁছে দিচ্ছি।
ইফতার বিতরণে এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করে তুলছে বলেও জানান তারা।