কক্সবাজারের টেকনাফ উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের ফল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আইসিডিডিআরবি হাসপাতালে টেকনাফ উপজেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে অন্যন্য নেতাকর্মীগণ উপস্থিত হয়ে ফল হস্তান্তর করেন।
এ সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না বলেন, ‘বাংলার যত সংগ্রাম অর্জন ও গৌরবের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। তাই আমরা টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের ভালবাসার ফল পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমরা টেকনাফ উপজেলাবাসীকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলাসহ এই মহামারি করোনা থেকে বাঁচতে মহান আল্লাহ নিকট দোয়া করবেন। ভবিষ্যতে আমাদের মানবিক ধারাবাহিকতায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এমন মানবিক উদ্যোগ ও অসহায় প্রদান করায় টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হাসপাতাল ও করোনা রোগী ও তাদের স্বজনেরা।