রাজধানীর বনানী থানার ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কাওসার হাসান করোনার দুর্যোগকালীন সময়ে আর্থিক সঙ্কটে পরিবার নিয়ে বিপাকে পড়ে।

সম্প্রতি তার অসহায়ত্বের ভিডিওটি গণমাধ্যমে প্রচারিত হলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টিগোচরে আসলে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় তাৎক্ষণিকভাবে বনানী থানা ছাত্রলীগের মাধ্যমে ছাত্রলীগের পক্ষ থেকে নগদ টাকা, পরিবারের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ায় এবং কাওসারকে লকডাউনের পর চাকরি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করা হয়।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, কাওসার হাসান ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের অন্তর্গত বনানী থানার ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকের পদে দায়িত্বে ছিলেন। বিদ্যমান করোনা সংকটে সারাদেশে চলমান লকডাউনে আর্থিক সংকটে পরিবার নিয়ে বিপাকে পড়েন। পরিবারের হাল ধরতে চাকরির চেষ্টায় ব্যর্থ হয়ে কর্মহীন হয়ে পড়েছিলেন। উচ্চ মাধ্যমিকে পড়া অবস্থায় কাওসার শেভ হিসেবে চাকরি নেয় একটি রেস্তোরাঁয়। কিন্তু কয়েক দফা লকডাউনে খুঁজে নিতে হয় বিকল্প পেশা। পেটের দায়ে তিন চাকার পেডেল নিয়ে নামেন গুলশানের রাস্তায়। চ্যানেল ২৪ এ তার অসহায়ত্বের ভিডিও কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টিগোচরে আসে।

এমতাবস্থায়, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ছাত্রলীগের পক্ষ থেকে বনানী থানা ছাত্রলীগের মাধ্যমে নগদ টাকা, কাওসারের পরিবারের জন্য খাবার নিয়ে পাশে দাঁড়ায়। এর পাশাপাশি কাওসারের পরিবারের হাল ধরতে তার কর্মসংস্থানের জন্য লকডাউনের পর তাকে চাকরি দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।