করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় এবং দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জরুরী টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ।

বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ ঠেকাতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে কক্সবাজার মেডিকেল কলেজ ছাত্রলীগ। এরই অংশ হিসেবে ২৪ ঘন্টা জরুরী টেলিমেডিসিন সেবা চালু থাকবে বলে জানান জরুরি টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয়ক ডাঃ সাকিব রেজা৷

তিনি আরো বলেন, ‘কোভিড-১৯ সংক্রান্ত অথবা যে কোন জরুরি স্বাস্থ্যসেবায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ, কক্সবাজার মেডিকেল কলেজ শাখা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে।’

এই কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন।