গাইবান্ধায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছেন ছাত্রলীগের খুলনা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি খন্দকার তরিকুল ইসলাম তিলক।

শুক্রবার (৭ মে) বিকেলে গাইবান্ধার স্টেশন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে দু’শতাধিক রোজাদার ব্যক্তিকে ইফতার বিতরণ করেন তিনি।

ইফতার বিতরণের সময় তিলক বলেন, ‘করোনার এই কঠিন সময়ে গরীব অসহায় মানুষেরা বিপদের মধ্যে আছেন। তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সমাজের বিত্তবানদের অনুরোধ করবো এই কঠিন সময়ে যে যার জায়গা থেকে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’