বর্তমান পরিস্থিতি খুবই করুণ।সবদিকে ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের প্রকোপ,চলছে লকডাউন। যার ফলে অসহায় অবস্থায় আছেন রাষ্ট্রের হতদরিদ্র, ফুটপাতের অসচ্ছল মানুষগুলো।চট্টগ্রামের আকবরশাহ থানা আওতাধীন বিশ্বকলোনী এলাকায় বিভিন্ন পয়েন্টে গরিব, অসহায়, রিস্কা চালক ও দিনমজুরদের মধ্যে মায়ের হাতের রান্না করা ইফতার সামগ্রী বিতরণ করেন ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফাহিম।
বাস্তবমানবসেবা ছাত্রলীগ নেতা ফাহিমের এক অনন্য নেশা। সুযোগ পেলেই সমাজের অবহেলিত ও বঞ্চিতদের সহায়তায় পাশে দাঁড়িয়ে সাধ্যমত মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে রাখেন।আজ রবিবার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে সকল রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি ।
ইফতার সামগ্রী বিতরণ করার সময় ফাহিম জানান, কর্মহীন, অসহায়, খেটে খাওয়া, দিনমজুর ও দরিদ মানুষের পাশে দাঁড়ানোর চেস্টা করছি।করোনা পরিস্থিতি মোকাবেলায় আকবরশাহ থানা আওতাধীন বিশ্বকলোনীর অর্ধেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। এসব মানুষ বহু কষ্টে জীবণযাপন করছে। আমার ব্যক্তিগত তহবিলের সহায়তা নিয়ে এসব মানুষের পাশে দাড়ানোর চেষ্ঠা করেছি। আগামীতেও এসব সহায়তা অব্যাহত থাকবে।