অসহায় পরিবারের মাঝে জাপান ছাত্রলীগের পক্ষ থেকে ৭ দিনের খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
জাপান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত নিপুর পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী পৌঁছে বিতরণ করা হয়।
(১২ জুলাই) নোয়াখালীতে ব্যক্তিগত উদ্যোগে দেশরত্ন শেখ হাসিনার উপহার হিসেবে ছিন্নমূল অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন পরিস্থিতির কারণে গরীব-দুঃখী, ভাসমান ও ছিন্নমূল মানুষ কষ্টে জীবন-যাপন করছে। তাই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেয়া হয়েছে ।
জাপান ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত নিপু বলেন, বাংলাদশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করছি যা চলমান থাকবে ।
বহির্বিশ্বের ছাত্রলীগের প্রত্যেক কর্মীর এবং প্রবাসে যারা বসবাস করছেন তাদের প্রত্যেকে যেন নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে দাঁড়ায়।