প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপির সহযোগিতায় অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করেছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।

করোনার শুরু থেকে অসহায়-দুঃস্থদের পাশে রয়েছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ। এই করোনাকালে নানাভাবে তারা অসহায়-দুঃস্থদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে এবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ধারাবাহিক ভাবে অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ করছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগ।

এ.এম নাঈমুর রহমান দূর্জয় এমপির সহযোগিতায় দৌলতপুর উপজেলায় নিয়মিতভাবে এ কার্যক্রম পরিচালনা করছে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক এস.এম আতোয়ার রহমান।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জ-১ আসনের এমপি দূর্জয় ভাইয়ের সহযোগিতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা নিয়মিতভাবে অসহায়দের মাঝে ইফতার বিতরণ করে আসছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সম্পর্কে দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আতোয়ার রহমান বলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ.এম নাঈমুর রহমান দূর্জয় ভাইয়ের সহযোগিতায় আমরা নিয়মিত অসহায় দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।